প্রকাশ: ১২ জুন, ২০২২ ১০:১৯ : অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মূখপাত্র নুপুর শর্মা ও দিল্লিশাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের অবমাননাকর কটূক্তির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা।
নগরীর ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের ব্যানারে রবিবার (১২ জুন) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সিএন্ডবি রোড ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জড় হয় তারা।
বিক্ষোভ সমাবেশে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেত্রী নুপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমারের বিচার দাবি করে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে স্লোগান দেয় তারা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন