প্রকাশ: ১৩ জুন, ২০২২ ১:৫১ : অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : গ্যাস সহ নিত্য পন্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (১৩ জুন) সকাল ১১ টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে সদর উপজেলা বিএনপি’র ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অুনষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বেরকরতে চাইলে বাধাদেয় পুলিশ।
সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালাম রাঢ়ির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা (দক্ষিন) বিএনপির আহাবায়ক মজিবর রহমান নান্টুর, বিশেষ অতিথি সদস্য সচিব আক্তার হোসেন মেবুল, সংগঠনের সহ সভাপতি নুরুল আমিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা সহ অন্যরা।
সমাবেশে বক্তারা গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে সরকারের ব্যার্থতার কথা দাবিকরে পদত্যাগের আহবান জানান।
এদিকে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে অশ্বিনী কুমার হলের গেটে আটকে দেয় পুলিশ।
সদর উপজেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সদর রোড সহ আশপাশ এলাকায় মোতায়েন ছিলো পুলিশ।