প্রকাশ: ১৪ জুন, ২০২২ ২:৪৬ : অপরাহ্ণ
সন্ধ্যা নদীর বুকজুড়ে ছই ছাড়া ছোট ছোট নৌকা সারবাঁধা। নৌকার খোলে বড় আকারের সাজিভর্তি চাল।
নৌকার আরোহীরা গরমের সকালের কড়া রোদ সামলাতে কেউ মাথায় ছাতা, কেউবা গামছা বেঁধে বসে আছেন।
কেউ দরদাম হাঁকছেন। কেউ লগিতে ভর দিয়ে নৌকা নিয়ে যাচ্ছেন পাইকারের বড় নৌকার কাছে।
অসংখ্য নৌকার আগমনে সন্ধ্যার বুকজুড়ে মৃদু দোলা। দুলছে কুটিয়ালদের নৌকাগুলোও।
বরিশালের বানারীপাড়ার উপজেলার পাশের গ্রামগুলো থেকে গৃহস্থ ও কুটিয়ালরা এসব নৌকায় করে চাল নিয়ে বাজারে এসেছেন বিক্রির জন্য।
ছবি এন আমিন রাসেল