প্রকাশ: ১৫ জুন, ২০২২ ১০:০৯ : অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : বরিশালে ‘ভাসমান কৃষি বিষয়ক গবেষণা কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক বিজ্ঞানী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে জেলার বাবুগঞ্জের রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে ভাসমান বেডের সবজিও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আয়োজনে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সটিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রশিক্ষণ ও যোগাযোগ পরিচালক ড. ফেরদৌস ইসলাম, রহমতপুর কৃষি গবেষণা ইন্সটিটিউটের প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান।
দিনব্যাপী এই প্রশিক্ষনে সারাদেশের ভাসমান কৃষি সংশ্লিষ্ট ৬০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রতিনিয়ত ফসলি জমি কমে যাওয়ায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষের গবেষণা সম্প্রসারণ করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিক ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন