প্রকাশ: ২৯ জুন, ২০২২ ৭:৫৯ : অপরাহ্ণ
উজিরপুর প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক গ্ৰামে পুকুরে বিষ প্রয়োগ করে ২ লক্ষাধিক টাকার মৎস্য নিধন করেছে অজ্ঞাতরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
সুত্রে জানা যায় উপজেলার পশ্চিম শোলক গ্ৰামের আঃ হক সরদার ও আবুল সরদার মিলে ৩ বছর পূর্বে পশ্চিম শোলক মৌজায় ৫৫ শতাংশ জমি ক্রয় করে থাকে। উক্ত পুকুরটিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে ভোগদখল করে আসছিল।
২৮ জুন রাতে অজ্ঞাতরা ওই পুকুরে বিষ প্রয়োগ করে মৎস্য নিধন করে। এ ব্যাপারে আবুল সরদারের ছেলে সুমন সরদার জানান অজ্ঞাতরা শত্রুতা করে আমাদের পুকুরে বিষ প্রয়োগ করে রুই,কাতলসহ বিভিন্ন প্রজাতির ২লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে।
ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচারের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। ২৯জুন বুধবার সকালে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।