প্রকাশ: ১০ ফেব্রুয়ারি, ২০২০ ৭:০১ : অপরাহ্ণ
আবদুল মালেক, ভোলা : ভোলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক ভোজ ২০২০ অনুষ্ঠিত হয়। রবিবার রাত ৮টায় জেলা আইনজীবি সমিতির উত্তর হলরুমে ভোলা আইনজীবি সমিতির সভাপতি আলহাজ্ব মো: ছালাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা ও দায়েরা জজ এবিএম মাহমুদুল হক।
উক্ত অভিষেক অনুষ্ঠানের শুরুতেই নব-নির্বাচিত ভোলা আইনজীবি কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ্য করান জেলা ও দায়েরা জজ এবিএম মাহমুদুল হক। অনুষ্ঠানে বক্তৃতা করেন ভোলা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীর, ভোলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল আমিন নূরনবী, সাবেক আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ কিরন তালুকদার প্রমূখ সহ সিনিয়র আইনজীবিগণ।
উক্ত অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিচারকগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ, ভোলা আইনজীবিগণ। অনুষ্ঠান শেষে ভোজে অংশগ্রহন করেন সবাই।