প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০১৯ ৬:৪৬ : অপরাহ্ণ
আবদুল মালেক, ভোলা : আন্তর্জাতিক অভিবাসী দিবস- ২০১৯ ভোলায় পালিত হয়েছে। “দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই মেলে” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বুধবার বুধবার সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ভোলা ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের হলরুমে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আতাহার মিয়া। আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক মো:মোসাররফ হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, যারা পরিবার থেকে দূরে থেকে বছরের পর বছর বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে দেশের অর্থনীতির উন্নয়নে অবদান রাখছে তাদেরকে সবার সম্মান করা উচিত।
যদি আমরা প্রশিক্ষত হয়ে বিদেশ যাই তবে আমরা উপার্জন যেমন সম্ভব কাজে দক্ষ বিধায় সম্মানও পাওয়া যায়। বক্তারা অবৈধ পথে যেন কেউ বিদেশ না গিয়ে নির্যাতনের শিকার হয় তাই বৈধ পথে সরকারি ভাবে বিদেশ যাওয়ার জন্য আহবান জানায়।
পরে জেলায় সর্বচ্চ রেমিটেন্স প্রেরনকারী প্রবাসী বিবি রহিমা, মো: রিয়াজ মোর্শেদ, আনোয়ার হোসেনকে সম্মাননা প্রদান করে জেলা প্রশাসন। তাদের হয়ে সম্মাননা গ্রহন করে তাদের পরিবারে সদস্যরা। এছাড়াও প্রবাসীর সন্তান হিসাবে শিক্ষা বৃত্তি পায় এক প্রবাসীর সন্তান।