প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২০ ১:২৬ : অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ জানুয়ারীর পূর্ব নির্ধারতি ঢাকা উত্তর ও দক্ষিন সিটি করপোরেশনের নির্বাচন পেছানোর দাবীতে বরিশালে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে শনিবার ১৮ জানুয়ারী সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা ‘মা সরস্বতীর হাঁসে চড়ে নির্বাচন যাবে উড়ে’, ‘সরস্বতীর পূঁজার দিন নির্বাচন কেন; ইসি তুমি জবাব দাও’, ‘পূঁজার দিন ভোট পূঁজার দিন পরীক্ষা আমরা মেনে নেবো না’, ‘সুস্থ্য মানুষ সুস্থ্য জ্ঞানে ভোট রাখে না পূজার দিনে’, ৩০ জানুয়ারী ঢাকা সিটির নির্বাচন বাংলাদেশের মৌলবাদী আচরন!’ সহ বিভিন্ন শ্লোগান সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন।
মহানগর ছাত্র ঐক্য পরিষদের শুভ সাহার সভাপতিত্বে প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক প্রিয়ংকর পাল, অদিতি দাস, সুমন কুমার দাস, জয়ন্ত আচার্য্য সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, আগামী ৩০ জানুয়ারী সনাতন ধর্মাবলম্বিদের বিদ্যার দেবী সরস্বতী পূঁজা। অথচ নির্বাচন কমিশন ওইদিন ঢাকা উত্তর ও দক্ষিন সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষনা করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভ‚তিতে আঘাত করেছে।
ধর্মীয় উৎসবের দিন ভোট গ্রহন হলে সেই নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুরা অংশগ্রহন করবেনা। ফলে ওই নির্বাচন হবে নিষ্প্রান। তাই তারা ভোটের পরিবেশ উৎসবমুখর রাখতে ঢাকা উত্তর ও দক্ষিন সিটি করপোরেশন নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশন সহ সরকারের কাছে দাবী জানান।